পাবনা ক্যাডেট কলেজের ৪০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএ-৩৫০১ মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এডজুটেন্ট সার্বিক সমন্বয়কারী মেজর আরমান ইবনে।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৪৬ পয়েন্ট পেয়ে সিরাজী হাউস চ্যাম্পিয়ন, ২২১ পয়েন্ট পেয়ে ভাসানী হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
জুনিয়ার গ্রুপে ক্যাডেট নং ২২৯৭ ক্যাডেট সাদ এবং সিনিয়র গ্রুপে ক্যাডেট নং ২১৪৪ ক্যাডেট তানভীর ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করে। ২০২৩ সালে একাডেমি, কো-কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় সিরাজী হাউস এবং সার্বিকভাবে রানার আপ হয় ভাসানী হাউস।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হয় এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও দ্বিতীয় দিন শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত