নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ১১টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা সাবেক কামন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।
সভায় মুক্তিযোদ্ধা, সরকারি, বেসরকারি প্রাতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশকে পিছিয়ে দিতে মেধা শূন্য করে দিয়েছে হায়েনাদের দল।
বিডি প্রতিদিন/নাজমুল