শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, খ.আ.ম. রশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক কবি জয়দুল হোসেন, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সাংবাদিক আব্দুন নূর, সাংবাদিক জহির রায়হান, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ মো. খান বিটু।
বিডি প্রতিদিন/হিমেল