নরসিংদীতে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে রেল স্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাইফ সুজ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আতাহার আলী (৩৫) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত হালিম মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হেরোইন-ইয়াবার পর নতুন আমদানিকৃত মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট নরসিংদীতে ছড়িয়ে পড়ছে। এমন সংবাদের ভিত্তিত্তে ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি দল নরসিংদী মডেল থানাধীন রেল স্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেট এলাকায় অভিযান চালায়। ওই সময় গ্রেফতার আতাহার আলীর গতিবিধি সন্দেহ হয়। পরে আটক করে তার কাছ থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, মাদক ব্যবসায়ীরা নতুন ধরনের মাদক ট্যাপেন্টাডল এর চালান নরসিংদীতে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল