বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কুষ্টিয়ার মানুষ সন্ত্রাস চাঁদাবাজমুক্ত পরিবেশে বাস করতে চায়, তারা উন্নয়নের পক্ষে; ৯৫ ভাগ ভোটার ভোট দিয়ে তা প্রমাণ করবেন।
তিনি বলেন, অন্য কোথায় কি হবে জানি না, আমার এখানে বিজয় নিয়ে কোনো চিন্তা নেই। তারপরও ভোট চাইতে হয়। নেতাকর্মীদের বলছি ভোটারদের কাছে ৫ বার করে ভোট চাইতে।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভাদালিয়া বাজারে নির্বাচনী পথসভায় হানিফ এসব কথা বলেন। আলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবদুল ওয়াদুদ বাবলুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর নির্বাচন শুরু হয়েছে। এটি ধরে রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রার্থনা করতে হবে। নির্বাচন কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র বা কোনো সন্ত্রাসী বা সাংঘর্ষিক কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আলামপুর ইউনিয়নে আরও কয়েকটি পথসভায় যোগ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল