লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের ব্যানারে লক্ষ্মীপুর-ভোলা সড়কের কাদির মিয়ার গোজা এলাকায় এই মানববন্ধন করা হয়। এ সময় চালকের ও যাত্রীদের করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা। পরে সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান, প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আমজাদ তুহিন ও উপদেষ্টা আলমগীর হোসেন।
বিডি প্রতিদিন/এএ