মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত রোগীসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছে। আজ শুক্রবার গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে আল বাশার ফাউন্ডেশনের পরিচালনা এবং মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যের চক্ষু সেবা কার্যক্রম শুরু করা হয়।
সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত চোখের ল্যান্সসহ ছানি অপারেশনের জন্য ৮শ রোগীকে বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন ও ছানি অপারেশনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় রাজধানী ঢাকা মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মেঠো পথে-৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অরো অনেকে।
বিডি প্রতিদিন/এএ