কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ছেলে ফরিদুল ইসলামকে ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার গ্রেফতারকৃত ফরিদুলকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদুলকে ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর তার ছেলে ইয়াবাসহ গ্রেফতারের বিষয়ে বলেন, একটি কু-চক্রী মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ইয়াবাসহ ধরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি আইয়ুব আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাকে আদালত জেলহাজতে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/এএম