দেশীয় অস্ত্র দা এবং মরিচের গুঁড়া নিয়ে নারী ভোটারদের ভোটকেন্দ্রে পাঠানোর জন্য পুরুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ূন কবির। তিনি বরগুনার তালতলীতে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর প্রধান নির্বাচনি এজেন্ট।
শনিবার ২৩ ডিসেম্বর তালতলী উপজেলার লাউপাড়া বাজারে ঈগল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষের প্রতি এ অনুরোধ জানান তিনি। এসময় মঞ্চে উপস্থিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু তাকে নিবৃত্ত করার চেষ্টা করেননি।
বক্তব্যে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ূন কবির বলেন, আগামী সাত জানুয়ারীর নির্বাচনে প্রত্যেকে আপনারা মহিলাদের পাঠিয়ে দেবেন, ব্যাগের মধ্যে একটা বাংলা দা আর মরিচের গুঁড়া দিবেন। যদি কেউ ভোট কাটতে আসে, তার হাতের কবজি কেটে দেবেন। আপনাদের যদি কেউ ভয় দেখায়, আপনাদের যদি কেউ প্রচার প্রচারণায় বাঁধার সৃষ্টি করে আপনারাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার প্রার্থীর প্রয়োজন নাই। আমি অ্যাডভোকেট কবির বরগুনায় যতদিন জীবিত আছি, যতদিন এই আইন পেশায় জীবিত থাকবো এই তালতলীর মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট হুমায়ূন কবির তার বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের বক্তব্য আচরনবিধি লঙ্ঘনের মধ্য পড়লে জবাব চাইলে জবাব দেব। ভবিষ্যতে আর দেব না।
এ বিষয়ে বরগুনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবহিত হয়েছি এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল