ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার পক্ষে একাট্টা হয়েছে সালথা উপজেলার বেশিরভাগ ভোটার। আসন্ন নির্বাচনে জামাল হোসেনকে বিজয়ী করে কাজ করছেন তারা। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সালথার বেশিরভাগ বর্তমান ও সাবেক চেয়ারম্যান জামাল হোসেন মিয়াকে সমর্থন দিতে তার সাথে যোগ দিচ্ছেন। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগ স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার সাথে যোগ দেন। ফলে সালথা উপজেলায় জামাল হোসেনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এর আগে জামাল হোসেন মিয়ার সাথে যোগ দেন সালথা উপজেলা সাবেক দুই চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ওহিদ মাতুব্বর। তাছাড়া স্থানীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতারাই রয়েছেন জামাল হোসেন মিয়ার পক্ষে। আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগের যোগদান উপলক্ষে বিশাল এক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। অনুষ্ঠানে আগত কয়েক হাজার মানুষ স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার ঈগল প্রতিকে ভোট দিতে হাত উচিয়ে সমর্থন জানান। সভায় সালথা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, সারাদিন ব্যস্ত সময় পার করেন জামাল হোসেন মিয়া। তিনি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
বিডি প্রতিদিন/এএ