বগুড়ার সারিয়াকান্দিতে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিএমএসএসের উত্তর জোনের আয়োজনে এ এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। টিএমএসএসের অঞ্চল প্রধান কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসের উপ নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, জোন প্রধান শাহীন মাহমুদ, এস আই আব্দুল খালেক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম