খাগড়াছড়ির পানছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় সোমবার বেলা ৪টার সময় একটি প্রাইভেট কারের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়। এতে প্রাইভেট কারে থাকা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, ডা: রাজেন্দ্র ত্রিপুরা মাতাল অবস্থায় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাকে অতিবেগে ধাক্কা দেন। ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হন। নিহত চালকের নাম সুশান্ত চাকমা (৩৫)। তার বাড়ি পানছড়ি কলেজ গেইট এলাকায়।
খাগড়াছড়ির সিভিলি সার্জন ডা: ছাবের জানান, পানছড়িতে একটি মেডিকেল টিমের সাথে চিকিৎসা কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত ডা: রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ি হাসপাতালে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম