৭ জানুয়ারি, ২০২৪ ১৮:৫৮

হানিফের আসনে স্বতন্ত্র প্রার্থী পারভেজের ভোট স্থগিতের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

হানিফের আসনে স্বতন্ত্র প্রার্থী পারভেজের ভোট স্থগিতের দাবি

হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের আসন কুষ্টিয়া-৩ এ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার ভোট স্থগিতের দাবি জানিয়েছেন। 

দুপুর আড়াইটায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোটে অনিয়ম, এজেন্টদের মারধর ও হুমকির অভিযোগ আনেন। প্রশাসনের সহায়তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবউল আলম হানিফের লোকজন এসব করেছেন বলে অভিযোগ আনেন তিনি। রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন পারভেজ। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, অভিযোগ পাননি তিনি। আর অনিয়মের অভিযোগ অসত্য বলেও জানান তিনি। 

এজেন্টদের হুমকির ব্যাপারে মাহবুবউল আলম হানিফ সকালে বলেছিলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকার বিরুদ্ধে অনেকেই এজেন্ট হতে রাজি হননি। সে কারণে স্বতন্ত্র প্রার্থীরা এজেন্ট খুঁজে না পেয়ে সেই দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর