বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২১ প্রার্থী। জেলায় নৌকার চার প্রার্থীর পাশাপাশি বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী জামানত হারাননি।
নির্বাচনে অংশ নেওয়া অন্য ৮টি দল জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কংগ্রেস, জাসদ, বাংলাদেশ সাংস্কৃতক মুক্তিজোটের সব প্রার্থী জামানত হারিয়েছেন।
বাগেরহাটে জামানত হারিয়েছেন দুইজন স্বতন্ত্র প্রার্থীও। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
বাগেরহাট-১ আসনে ৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েনে ৫ জন। তারা হলেন-মো. কামরুজ্জামান (জাতীয় পার্টি). মো. মাহফুজুর রহমান (তৃণমূল বিএনপি), মো. মনজুর হোসেন শিকাদার (বিএনএম), বাসুদেব গুহ (এনপিপি) ও এইচ এম আতাউর রহমান (বাংলাদেশ কংগ্রেস)।
বাগেরহাট-২ আসনে ৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন-হাজরা শহিদুল ইসলাম (জাতীয় পার্টি), মরিয়ম সুলতানা (তৃণমূল বিএনপি), সোলায়মান শিকাদার (বিএনএম), খান আরিফুর রহমান (জাকের পার্টি) ও এস এম আজমল হোসেন (স্বতন্ত্র)।
বাগেরহাট-৩ আসনে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন-মো. মনিরুজ্জামান (জাতীয় পার্টি). মেনোয়াল সরকার (তৃণমূল বিএনপি), সুব্রত মন্ডল (বিএনএম), শেখ নুরুজ্জামান মাসুম (জাসদ) ও মফিজুল ইসলাম গাজী (বাংলাদেশ কংগ্রেস)।
বাগেরহাট- ৪ আসনে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হলেন-সাজন কুমার মিস্ত্রী (জাতীয় পার্টি). লুৎফুন নাহার রিক্তা (তৃণমূল বিএনপি), রেজাউল ইসলাম রাজু (বিএনএম), মোহাম্মদ লোকমান (এনপিপি), মোহম্মদ বদরুজ্জামান (সাংস্কৃতিক মুক্তিজোট) ও মো. জামিল হোসাইন (স্বতন্ত্র)।
বিডি প্রতিদিন/এমআই