টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার শাহীন গণমাধ্যমে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে জানানো হয়। তারা এসে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        