১৬ জানুয়ারি, ২০২৪ ১৫:৪৬

বগুড়ায় শীতে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় শীতে স্থবির জনজীবন

বগুড়ায় বেড়েই চলেছে শীতের প্রকোপ। প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার সকালে জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।

বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শীতের তীব্রতা আরও বাড়ার পাশাপাশি বৃষ্টিও হতে পারে। এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। গরম কাপড় গায়ে জড়িয়ে আবার কেউ রাস্তায় খড়কুটো, কাগজ জ্বালিয়ে শীতনিবারণের চেষ্টা করছে। কয়েক দিন ধরেই সূর্যের দেখা মেলছে না। ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গোলাম কিবরিয়া জানান, জেলায় মঙ্গলবার সকালে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ১৯ অথবা ২০ জানুয়ারি জেলায় বৃষ্টি হতে পারে। এতে শীত আরও বাড়বে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর