উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শীতের দাপট অব্যহাত রয়েছে। চলতি বছরে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কনকনে এই শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রবিবার সকাল ৯টায় লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দিনের বেলায়ও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে সবচেয়ে বিপাকে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না অধিকাংশরা। এছাড়া সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তিস্তা ধরলার শতাধিক চরের অসহায় মানুষগুলো। তীব্র শীতে তারা ঘর থেকে বের হতে না পেরে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
চরের একাধিক চেয়ারম্যান জানান, সরকার থেকে যে পরিমাণ শীতবস্ত্র দেওয়া হয়েছে তা অতি নগন্য।
চর বৈরাতির বাসিন্দা রাবেয়া বেওয়া বলেন, অন্যের বাড়িতে থাকি, তারপরও গত তিন বছরেও মেলেনি কোন শীতবস্ত্র।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রবিবার সকাল ৯টায় লালমনিরহাটে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছর জেলার সর্বনিম্ন। ঘন কুয়াশা আর আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। আরো কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ