জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের গাইবান্ধা জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের জেলা শাখার আয়োজনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের গাইবান্ধা জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি আব্দুস সবুর।
কাউন্সিলে বক্তব্য দেন জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা ও আব্দুল লতিফ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে মো. নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/কেএ