গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। বৃহস্পতিবার সকালে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মিলনায়তনে ফল উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান। ফল উৎসবে দেশীয় নানা জাতের ফল নিয়ে স্টলে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে আসা দর্শনাথী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন। সকলের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।
বিডি প্রতিদিন/এএম