২২ জানুয়ারি, ২০২৪ ১৬:১৫

কুমিল্লায় ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ

কুমিল্লায় ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। জেলার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের খাদঘর গ্রামে ওই ঘটনা ঘটে। ১৩টি ফলজ ও ২১টি বনজ গাছ কেটে ফেলা হয়। এনিয়ে সোমবার দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন আবু নাঈম সরকার। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কাদের সরকারের ছেলে। 

অভিযোগে তিনি দাবি করেন, তার বাবা ১৯৭৯ সাল থেকেই সূর্যপুর মৌজায় দলিল সূত্রে ৬ শতাংশ জমির মালিক। জমিটি তাদের দখলেই আছে। প্রতিপক্ষ দীর্ঘদিন ধরেই ওই জমিটি জবর দখলের চেষ্টা করে আসছে। শনিবার রাতের কোন এক সময় ওই গাছগুলো কেটে ফেলেন।
অভিযুক্ত মো. মোশারফ সরকার বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তবে এই সম্পত্তির মালিক আমি। এ নিয়ে আদালতে মামলা চলমান। তারাই গাছ লাগিয়ে গাছ কেটে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার এস আই মো. আফসার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর