৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৩৪

পাকুন্দিয়ায় আব্দুল মালেক হত্যায় তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় আব্দুল মালেক হত্যায় তিনজন গ্রেফতার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আব্দুল মালেক সার্ভেয়ার (৬৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন পশ্চিম কুমারপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হাদিউল ইসলাম পূর্ব কুমারপুর গ্রামের রেনু মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন ও হোসেন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জহির রায়হান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক সার্ভেয়ারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশি হাদিউল ইসলামের। এ নিয়ে গত রবিবার এলাকায় সালিশ বসে। সালিশ শেষে আব্দুল মালেক সার্ভেয়ারের ওপর হামলা করে প্রতিপক্ষ। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছেলে রফিকুল ইসলাম রানা বাদী হয়ে মঙ্গলবার পাকুন্দিয়া থানায় ১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর