১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:১৩

গাইবান্ধায় সাঁওতাল যুবাদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সাঁওতাল যুবাদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল যুবাদের মধ্যে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় শতাধিক সাঁওতাল, ওড়াওসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের যুবারা হাড়িভাঙ্গা, চেয়ারখেলা, জলে ডাঙ্গা, দড়িখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ নেয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি  সেমিনারি স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেত্রী মারিয়া মুর্মু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী নাজমা বেগম, সাজেদা পারভিন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, অবলম্বন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম. মাহবুব আলম মুকুল, রবিদাস ফোরামের নেতা খিলন রবিদাস, মনির হোসেন সুইট, সাঁওতাল শিক্ষক দিপালী কিসকু,  রূপসী মার্ডী, রাফায়েল হাঁসদা প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর