৬ মার্চ, ২০২৪ ২০:২৪

রমজানে বাজার পরিস্থিতি বিষয়ক আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি

রমজানে বাজার পরিস্থিতি বিষয়ক আলোচনা সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন্ন করা, বাজার পরিস্থিতি, নিরাপদ খাদ্য এবং মূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে গাইবান্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মশিউর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক আফসানা পারভিন, জেলা মার্কেটিং অফিসার মোয়াজ্জেম হোসেন, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম সাকা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সদস্য আব্দুর রউফ, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার আলী, ব্যবসায়ী আমিনুর রহমান, অসিম সাহা, আলহাজ্ব আব্দুস সবুর, রাম প্রসাদ, শাহাদত দোহা চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর