গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে পুলিশ সুপার আল বেলী আফিফার নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ৬৬ জন নিহত পুলিশ সদস্যদের জন্য তৈরী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় কর্তব্য পালনকালে মৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুলিশ সুপার আল বেলী আফিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম (সদর সার্কেল), গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
বক্তারা কর্তব্য পালনকালে মৃত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ৬৬ জন মৃত পুলিশ সদস্যের স্বজনদের হাতে উপহারের প্যাকেট ও খাবার তুলে দেন।
এ অনুষ্ঠানে মৃত পুলিশ সদস্য পরিবারের পক্ষে শামীমা রহমান ও নাসরিন খানম বক্তব্য রাখেন। তারা সরকারের কাছে রেশন পাওয়ার দাবি করে বলেন, যেসব সদস্যরা দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন সেসব পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল অবস্থায় জীবনযাপন করছে। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ মিটিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এসব পরিবারের মধ্যে রেশন ব্যবস্থা চালু করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল