বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ড ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত রিয়াজ মোল্লা আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কাজীর গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে।
শনিবার সকালে তাকে ১০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাকে উপজেলা আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/এএম