চাঁদপুরে রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতারা বলছেন, পোশাকের দাম বেশি আর বিক্রেতারা বলছেন কেনা দাম বেশি তাই বেশি দামে বিক্রি করতে হয়।
কটনক্লাব বাই ইউনিকের স্বত্ত্বাধিকারী সফিউল্যাহ হায়দার, ধরনী ফ্যাশনের স্বত্ত্বাধিকারী হুমায়ুন মুন্সী ও ফাহিম ফ্যাশন এর স্বত্তাধিকারী ইউসুফ বলেন, রমজানের শেষ মুহূর্তে চাঁদপুরে ঈদের বাজারগুলো জমে উঠেছে। পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা চষে বেড়াচ্ছেন ছোট-বড় বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে বাহারি নকশার পসরা সাজিয়েছেন দোকানিরা। দাম একটু বেশি হলেও অন্যান্য বছরে তুলনায় এবার বেচা বিক্রি ভালো।
ক্রেতা হোসনে আরা ও কানিজ ফাতেমা বলেন, ঈদ উপলক্ষে চাঁদপুরে বিপণী বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তন্মধ্যে শহরের হাকিম প্লাজা, মীর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেট, পূরবি মার্কেট ও ফয়সাল শপিং কমপ্লেক্স অন্যতম। রমজানের শুরুতে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম একটু কম থাকলেও শেষ সময়ে এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার পোশাকের দাম একটু বেশি হওয়ায় অনেকেই কম দামে পছন্দের জিনিস কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছোটাছুটি করছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম বলেন, চাঁদপুরবাসীকে সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে শহরের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে বিভিন্ন স্তরের আইনশৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি মার্কেটে একটি করে পুলিশ টিম, সাদা পোশাকের পুলিশ ও পুলিশ পেট্রোল টিম কাজ করছে। এমনকি স্বর্ণ মার্কেটের নিরাপত্তায় কাজ করছে সার্বক্ষণিক একটি টিম। এছাড়াও পুরো শহরে মোবাইল টিম ও সাদা পোষাকের পুলিশ টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল