মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন মনি দাস (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য জানান।
নিহত রতন দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, রতন ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক ভোর সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
বিডি প্রতিদিন/এএম