পবিত্র মাহে রজমান উপলক্ষে পুলিশ সদস্যদের নিয়ে কেরআত ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করেছে জামালপুর জেলা পুলিশ।
শুক্রবার জামালপুর পুলিশ লাইন্স জামে মসজিদে জামালপুর জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে এই কেরআত ও হামদ-নাত প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকে জেলা পুলিশ বিভিন্ন ইসলামিক আয়োজনের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের ইসলামিক জ্ঞান অর্জন ও শিক্ষনীয় বিভিন্ন কর্মসূচি চালু করেছে।
রমজানের শুরু থেকে জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে কেরআত ও হামদ-নাত প্রতিযোগিতায় বাছাই করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল