নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য-সার ও কৃষি উপকরণের দাম কমানো এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুরের নেতাকর্মীরা।
এ ছাড়া রেশনিং চালু করা, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও জানানো হয়।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এ সমাবেশ ও মানববন্ধন করে।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড আকতার আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু ও জেলা নেতা কমরেড রাসেল শাহীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই