দলীয় সংকীর্ণতার মধ্যে না থেকে রাজনৈতিক মতভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সকলে মিলে মিশে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় ঈদের নামাজ শেষে তিনি এ আহ্বান জানান।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হানিফ বলেন, ঈদের শিক্ষা যেন আমাদের সকলের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি করে। সবাই যেন এক হয়ে দেশের উন্নয়ন- অগ্রযাত্রা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারি। সবার উচিৎ সবার আগে দেশকে নিয়ে কাজ করা।
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি প্রতিদিন/আরাফাত