যশোরের মণিরামপুর উপজেলা ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে আইয়ুব হোসেন ধানকাটা শ্রমিকদের সাথে নিয়ে তার জমিতে যান। এক পর্যায়ে জমির মালিক তার ক্ষেতের একপাশে ওই যুবকের লাশ দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মণিরামপুর ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিব কুমার জানান, দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে ধরে এনে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ