ওমরাহতে পাঠানোর কথা বলে ফুলপুর, ময়মনসিংহ, তারাকান্দা, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জনের নিকট হতে দেড় থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া চক্রের দুই সদস্য শরীফ হোসাইন মাসুম ওরফে মাসুম বিল্লাহ (৪৬) ও তানভীর আব্দুল হান্নান (৪২)-কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তারাকান্দা থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, ফুলপুর ও তারাকান্দাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ওমরাহতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি আত্মসাৎ করে গত এক বছর আগে লাপাত্তা হয়ে যায় এই মাসুম বিল্লাহ। প্রথমে বিশ্বাস অর্জনের জন্য তিনি কিছু লোককে গত বছর ওমরাহ করিয়েও আনে। তখন তারাকান্দা থানার মাঝিয়ালী গ্রামে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে ফিশারির ব্যবসা শুরু করে তারা। পরে টাকা নিয়ে দীর্ঘদিন লাপাত্তা থাকার পর গত ৩-৪ দিন আগে হঠাৎ তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা ফিশারিতে এসে মাছ বিক্রি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ তাদেরকে আটক করে।
এ ঘটনায় পাওনাদাররা বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক মাসুম বিল্লাহ গাজীপুর জেলার টঙ্গি আউচপাড়া সুরতরঙ্গ রোডের মৃত আবদার হোসেনের পুত্র এবং তানভীর দক্ষিণ আউচপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।
এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আটক দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল