জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সমন্বিত সরকারী অফিসের মাল্টিপারপাস হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (উপ সচিব) মোঃ মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ মোকছেদুল মোমিন,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ। এ সময় ব্যাবসায়ীসহ সকল শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ