র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে রংপুরের কাউনিয়ায় গৃহবধূকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি শাহালমকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।
র্যাব জানায়, ধর্ষিতা শাহালমের জমিতে বিভিন্ন কাজ করত। উক্ত কাজ করা বাবদ ভিকটিম আসামির কাছ থেকে কয়েক দিনের মজুরির বকেয়া টাকা পাওনা হয়। এর প্রেক্ষিতে গত ২৫ মার্চ রাতে শাহালম ভিকটিমের বাড়িতে মজুরির পাওনা টাকা দেওয়ার জন্য যান। রমজান মাস উপলক্ষে তারাবির নামাজের সময় বাড়িতে পুরুষ লোকের অনুপস্থিতির সুযোগে শাহালম ওই মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিম চিৎকার করলে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন এসে ঘটনার সত্যতা প্রমাণ পায়। একই দিনে আসামি ঘটনাটি স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসার করার কথা বললে ভিকটিমের পরিবার রাজি না হলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহালমকে গ্রেফতার করা হয়। সে কাউনিয়া উপজেলার ঢুষমারা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে যে, ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তাকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ