ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনাজপুরের খানসামায় দরিদ্র ৩ পরিবারের সব পুড়ে ছাই হয়েছে। আগুনে ৩টি থাকার ঘর, ৪টি রান্নাঘর, ৪টি গোয়ালঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
এ অগ্নিকান্ডের ঘটনাটি রবিবার বিকালে দিনাজপুরের খানসামার খামারপাড়া ইউপির কায়েমপুর গ্রামের সরিষাপাড়ায় ঘটেছে।
আগুনে মোতালেব হোসেন, মোকলেছুর রহমান ও গোলাম রব্বানীর ৩টি থাকার ঘর, ৪টি রান্নাঘর, ৪টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও খাদ্যসামগ্রী পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভুক্তভোগী পরিবারের দাবি আগুনে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল