উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দুজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন তৃতীয় ধাপের নির্বাচনে দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসকিরা তান্নিন ও পেয়ারা বেগম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় রাবেয়া বেগমের বিজয়ের পথে আর কোন বাধা রইলোনা। একই ভাবে সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুর জাহান আক্তার বকুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় খোজেদা খানম একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন।
চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
এর আগে ফেনীতে প্রথম ধাপের নির্বাচনে জেলার পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া ফুলগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ নিয়ে জেলার ছয়টি উপজেলার মধ্যে পরশুরাম উপজেলায় সব পদে, ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবং ফুলগাজী, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শুধু এনামুল হক মজুমদার একক প্রার্থী হয়েছিলেন। রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ। এতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. এনামুল হক মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার ও সোনাগাজীতে খোদেজা খানম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন