বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগ এবং কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে সোমবার ইনস্টিটিউটের কীটতত্ত্ব্ বিভাগের সেমিনার রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত¡ বিভাগ) ড. ফেরদৌসী বেগম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত¡ বিভাগ) ড. নির্মল কুমার দত্ত। প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. ইমরান খান চৌধুরী।
প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম