গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ের চাষাবাদের ব্লক প্রদর্শনী ফসল কর্তনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, স্থানীয় মেম্বার এনায়েত হোসেন কুব্বাতসহ বিভিন্ন ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। পরে ধান কাটার কমবাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়।
বিডি প্রতিদিন/এমআই