ময়মনসিংহের ফুলপুরে ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আব্দুর রহমান মাস্টারকে আহ্বায়ক ও আবু সাঈদ মো. আনিছুর রহমান জাহাঙ্গীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে রবিবার এ কমিটি ঘোষণা করা হয়।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বর্তমান এমপি শরীফ আহমেদের নির্দেশক্রমে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব স্বাক্ষরিত ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে, ১৬ মে কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং নিষ্ক্রিয় থাকায় সংগঠনের বৃহত্তর স্বার্থে ও সংগঠনকে গতিশীল করতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই