৪৭টি ক্লাব নিয়ে কুষ্টিয়ায় দাবা লীগ শুরু হলো। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে লীগ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।
জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও দাবা উপ-পর্ষদের সাধারণ সম্পাদক ডা. রতন কুমার পাল।
দাবা লীগ উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন- বাচ্চাদের ভাল খেলায় উদ্বুদ্ধ করতে হবে। মাঠ হারিয়ে যাচ্ছে তাই বুদ্ধির খেলা দাবা খেলা বাড়াতে হবে। স্কুল পর্যায়েও খেলা শুরু করা হবে বলে ঘোষণা দেন তিনি।
প্রথম ও দ্বিতীয় বিভাগ মিলিয়ে ৪৭টি ক্লাব এবারের দাবা লীগে অংশ নিচ্ছেন। খেলা হচ্ছে আন্তর্জাতিক রেটিং পদ্ধতিতে। চলবে ৭ দিন ধরে।
বিডি প্রতিদিন/এএ