গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হিসাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেমিস্টার ফি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার (১৯ মে) দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমাতে হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ময়লা, আবর্জনা সরিয়ে নিতে হবে, ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব-পরিবেশবান্ধব করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ অলিউর রহমান, শাহরিয়ার কবির সজীব, সাজিদ আমিন, মাহমুদুল ইসলাম, ফখরুল হাসান ফয়সাল, প্রীতম ভৌমিক, প্রতিভা সাহা, আশুরা জাহান, জিন্না জামান মাহি, নায়লা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস রাত্রিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল