নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
জাতীয় গণমাধ্যমিক ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এর সভাপতিত্বে কর্মশালায় গণমাধ্যম ইনস্টিটিউট এর সহকারী পরিচালক আব্দুস সালাম কর্মশালার ধারণা পত্র উপস্থাপন করেন। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভারমেন্ট, স্মার্ট সোসাইটি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পরে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সভাপিত ফরাজি আহমেদ রফিক বাবন, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক কামাল হোসেন,ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।
বিডি প্রতিদিন/এএ