সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরির ধাক্কায় মহির উদ্দিন (৫০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী। রবিবার দুপুরে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ভ্যানচালক উপজেলার চালা এলাকার দিন মোহাম্মাদের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, দুপুরে ট্যাংক লরিটি বাঘাবাড়ি থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছে একটি অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভ্যান চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজার থেকে ট্যাংক লরিটি আটক করে। ওই সময় ট্যাংক লরির চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম