নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটারে ঢাকাগামী একটি মালবাহী কন্টিনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি মালবাহী কন্টিনার ট্রেন ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটার মহিষমারা এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচুত হয়ে যায়। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারে আখাওড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।
স্টেশন মাষ্টার রেজুয়ান জানিয়েছেন, সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছাবে।
বিডি প্রতিদিন/হিমেল