ফরিদপুরের চরভদ্রাসনে দুই দিনব্যাপী উপজেলার মোট ৩০ জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান শেষ হয়েছে। রবিবার ও সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদের নতুন ভবনে কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষণ এ প্রদান করা হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের শেষ দিনে উপস্হিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এবং অত্র প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মেহের মালিকা লিজা।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণে পুষ্টির গুরুত্ব এবং পুষ্টিকর ফসল উৎপাদনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/এএ