২০ মে, ২০২৪ ২০:২৭

চাঁদপুরে তিন উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে তিন উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন

চাঁদপুরে মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তিন উপজেলার ২৮৭টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সার্বিক প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্বাচনে তিন উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার সার্বিক তত্ত্ববধানে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে সদর উপজেলার ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তার মাধ্যমে ১৩৪টি ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একইভাবে হাজীগঞ্জে ৮৮টি ও শাহরাস্তিতে ৬৫টি ভোট কেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশনকে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সেক্ষেত্রে ইভিএমসহ সরকারি যত সম্পদ আছে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় র‌্যাব, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড ও আনসার ভিডিপি কাজ শুরু করছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর