মাগুরা সদর উপজেলা মঘি ইউনিয়নের বড় খড়ি গ্রামে হাফিজার লস্কর ৫৫ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আজ ২১ মে ভোররাতে তাকে বাড়ির পাশে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বড়খড়ি দুই নং ওয়ার্ড ইউপি সদস্য ফরিদ হোসেন জানান, রাতের অন্ধকারে হাফিজার লস্করকে হত্যা করে লাশ ঘরের পিছনে রেখে যায়। পরে সকালে স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেহেদী হাসান জানান, মঘি ইউনিয়নের বড়খোড়ী গ্রামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে তাকে কারা হত্যা করেছে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সংক্রান্ত এ হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল