দুপুর ১২ টা। ভোট শুরুর তিন ঘণ্টা পার হলেও আদিতমারী উপজেলার ১৯৮৭ ভোটারের কেন্দ্রে মানসিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ টি বুথে ভোট পড়েছে ১০৩ টি। কেন্দ্রের ভিতরে ভোটারের উপস্থিতি কম থাকলেও বাহিরে জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ভোট কেন্দ্রোগুলো একেবারেই ফাঁকা দেখা গেছে। আদিতমারী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, নির্বাচনে সকাল আটটা থেকে প্রায় ৩০ মিনিট ধরে কোন ভোটারের উপস্থিতি ছিল না। তবে প্রিজাইডিং কর্মকর্তাদের ধারণা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু দুপুর ১২ টার পরও চিত্র একই। ভোটার উপস্থিত নেই বললেই চলে।
মানসিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার বলেন, দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ৪.২৬ শতাশং ভোট পড়েছে। এই কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা বেশি। বেলা বাড়লে ভোটার বাড়বে ধারণা তার।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, লালমনিরহাটের দুই উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা ভোট সুষ্ঠুভাবে দিচ্ছে। বেলা বাড়লে ভোটার বাড়বে। কেউ অপ্রতিকার ঘটনা ঘটনাোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল