নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধমকির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন ফাগুয়ারদিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বাউয়েট কর্মচারী আবু বাশার। তারা আনারস প্রতিকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের সমর্থক।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বাগাতীপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় তাদেরকে আটক করা হয়।
জানা যায় মঙ্গলবার সকালে ভোট শুরু হলে তারা প্রভাব বিস্তার করে ভোটারদের ফাগুয়ারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। ভোটারদের হুমকি ধামকি দিতে থাকে। এ ঘটনায় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
পরে ভাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আরাফাত আমান আজিজ আটক দুইজনকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।
বিডি প্রতিদিন/হিমেল