দ্বিতীয় ধাপে খুলনার তেরখাদা দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত তিন উপজেলার ১৩৮টি কেন্দ্রে ১৮-২০ শতাংশ ভোট পড়েছে। এসময় তুলনামূলক নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। তেরখাদার ২২নং ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২০৯৯ জন। দুপুর ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৪৪০ জন। ভোট প্রদানের হার ২১ শতাংশ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সাইদুজ্জামান জানান, প্রচন্ড গরমের কারণে ভোটার উপস্থিতি কম। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।
২নং আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ১৯৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৭৪ জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ কান্তি বিশ্বাস জানান, ভোট প্রদানের হার ২৪.০২ শতাংশ।
খরবড়িয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় বুথ নং-১ এ ৫৩১ ভোটের মধ্যে ১১১ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ২০.৯০ শতাংশ। কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার মশিউর রহমান জানান, সকাল থেকেই সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র ও কেন্দ্রের বাইরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, তেরখাদা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। ফুলতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
১৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে তেরখাদা উপজেলায় রয়েছে ৪৩টি, দিঘলিয়ায় ৫২টি ও ফুলতলায় ৪৩টি। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল